লিসবনে উইকেন্ড মাদ্রাসার সামার কোর্স সমাপনী অনুষ্ঠান
পর্তুগালে বসবাসরত বাংলাদেশী ছাত্র ছাত্রীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স ২০২৪ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। লিসবনের “মার্তিম মনিজ ইভেনিং ও উইকেন্ড মাদ্রাসা”র উদ্যোগে আয়োজিত ২ মাসব্যাপী এ কোর্সে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্তিম মনিজ মসজিদের সভাপতি জনাব মোশারফ হোসাইন। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক CRCIPT র সভাপতি জনাব আবু নাঈম মু শহীদুল্লাহ্। আরো বক্তব্য রাখেন মু সাজেদুল আলম, মাওলানা হেলাল উদ্দিন, হাওলাদার জয়,হুমায়ুন কবির,শামসুল ইসলাম ও রুবেল আহমদ প্রমুখ