লিসবনে বাঙালী কমিউনিটির মিলনমেলা অনুষ্ঠিত

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৭ PM, ১২ মে ২০২৪

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি প্রবাসীদের রাইড শেয়ারিং সংগঠন টিভিটিই এক্সপার্ট গ্রুপের ‍আয়োজনে কমিউনিটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১মে শনিবার লিসবন থেকে প্রায় ৪০কিলোমিটার দূরে মাফরা পার্কে দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। দর্শনীয় পার্কের মনোমুগ্ধকর পরিবেশে শিশুদের কুইজ প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, পুরুষের হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, সংগীত অনুষ্ঠান, মধ্যান্যভোজ ও রেফেল ড্র সহ বিভিন্ন উৎসবে মেতে উঠেন প্রবাসী পরিবারগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব তসলিম উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও কমিউনিটির পরিচিত মুখ রনি হোসাইন এবং পর্তুগাল সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা ফৌজিয়া খাতুন রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা গোলাম আযম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মাসুম আহমেদ ,পর্তুগাল ছাত্রীলীগের প্রতিষ্ঠিতা সেক্রেটারি শিপলু আহমেদ ,মহিলা উদ্যোক্তা শারমিন আক্তার, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) সহ-সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম , পর্তুগাল সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পদাক হাফিজ আল আসাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ, পর্তুগাল যুবলীগ নেতা তরুণ তরুণ ব্যবসায়ী মোঃ শাহিন,হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ পর্তুগালের মিথুন আহমেদ ,রাজিব সরকার, রয়েল খান, সাকির হাসান, কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির শিমুল, আশরাফ হোসেন, আনিছুর রহমান, ফরিদ হোসেন, মো : হোসাইন, মো: জসিম, আহমেদ সাহাব, সাহারুল আলম, আহমেদ সাকিব প্রমুখ ।

আপনার মতামত লিখুন :