মেঘনা উপজেলা তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জালাল আহমেদ জামান

সকলের খবরসকলের খবর
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৯ PM, ২৮ মার্চ ২০২৪
প্রিয় নেতা জালাল আহমেদ জামান

ফারুক আহাম্মেদ মোল্লা বেলজিয়াম –  কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি, দক্ষ সংগঠক ও তৃণমূল নেতাকর্মীদের প্রাণপ্রিয় নেতা হলেন, জালাল আহমেদ জামান। মেঘনা উপজেলা বিএনপি যার হাত ধরে সৃষ্টি হয়েছিল ১৯৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্বাস উদ্দীন, যিনি মরহুম এম কে আনোয়ারের অত্যন্ত কাছের ছিলেন। তার হাত ধরেই মেঘনা উপজেলায় তরুণ উদীয়মান, মেধাবী নেতা জালাল আহমেদ জামানের বিএনপিতে আগমন ঘটে। জালাল আহমেদ জামান পরবর্তীতে মরহুম এম কে আনোয়ার ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিনের অত্যন্ত বিশ্বস্ত লোক হিসেবে, নিজের সাংগঠনিক সক্ষমতা দেখিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সকলের মন জয় করে, খুব অল্প সময়ের মধ্যে তৃণমূল নেতাকর্মীসহ সকলের প্রিয় হয়ে উঠেন এবং আস্থা অর্জনে সমর্থ হন। জালাল আহমেদ জামান ছিলেন, অত্যন্ত দল প্রেমী, তেঁজতীপ্ত তরুণ নেতা, যার আগুনজ্বরা বক্তব্য শুনে, সমাবেশে আগত উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে, দুই হাত করতালির মাধ্যমে বাহবা দেয়ার সাথে সাথে সাধারণ মানুষ আবেগ আপ্লূত হয়ে পড়ে, খুঁজে পেত মন সঞ্চারে আশার বানী। তার বক্তব্যের মূলে ছিল, তৃণমূল নেতর্মীদের চাওয়া পাওয়ার কথা, আওয়ামী দুঃশাসনের অন্যায়,জুলুম নির্যাতন, লুটপাটের বিরুদ্ধে এবং মেহনতি মানুষের মুক্তি ও কল্যাণের কথা।

আবারো তিনি মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করে যাবেন আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের বিরুদ্ধে। তৎকালীন সময়ে বিএনপির অন্তর্দ্বন্দের কারণে অনেকটাই অভিমান করে প্রিয় মেঘনাকে ছেড়ে সুদূর আমেরিকা পাড়ি জমান, কিন্তু তার মন প্রাণ পড়ে আছে প্রিয় মেঘনা উপজেলাবাসীর জন্য। তাই সুদূর আমেরিকা থেকেও মেঘনা উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দলীয় কর্মকান্ডে বিভিন্নভাবে উৎসাহ, উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। মেঘনা উপজেলাবাসীর আশা, বাংলাদেশের আপামর জনসাধারণের সর্ববৃহৎ দল বিএনপিকে ভালবেসে অভিমান ভেঙে আবারো ফিরে এসে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে গণতান্ত্রিক রাষ্ট্র ও মানুষের ভোটধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি হোমনা মেঘনা উপজেলার মাটি ও মানুষের নেতা আগামী দিনের কান্ডারী, গণমানুষের জননন্দিত নেতা কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করবেন জালাল আহমেদ জামান।

আপনার মতামত লিখুন :