লিসবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পর্তুগালের রাজধানী লিসবনের স্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাস লিসবন এবং স্থানীয় মিনিসিপ্যালিটি আরোইসের উদ্যোগে আজ পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
পর্তুগালের স্থানীয় সময় সকাল ১০টায় শহীদ বেদীর সামনে খোলা আকাশের নিচে পর্তুগাল সরকার এবং স্থানীয় মিনিসিপালিটির প্রেসিডেন্টসহ পর্তুগালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলা ভাষার গবেষক ও বিভিন্ন দেশের কূটনৈতিকগণ এ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। তিনি সংক্ষেপে দিবসটির ইতিহাস তুলে ধরেন এবং পরবর্তীতে বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্ণিল ইতিহাস ঐতিহ্য আগত বিদেশি অতিথিদের নিকট উপস্থাপন করেন ।
এছাড়া পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিয়াগো মন্তেইরো স্থানীয় মিনিসিপালটির প্রেসিডেন্ট মাদালেনা নাতিভিদাদ, শিক্ষক এবং গবেষক প্রফেসর জোসেফ মাপরিল, প্রফেসর শিব কুমার, পেদ্রো আনাসতাসিওসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের কূটনৈতিকগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
পর্তুগালের বানিজ্যিক রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর পর্তুতেও একটি স্থায়ী শহীদ মিনার রয়েছে সেখানেও স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন এবং সন্ধ্যায় স্থানীয় পর্তুগিজদের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ।