লিসবনে পালিত হবে আন্তর্জাতিক প্রবাসী দিবস
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, লিসবন কর্তৃক আগামী ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে দূতাবাস প্রাঙ্গনে প্রথমবারের মত যথাযথ মর্দা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালান করার কর্মসূচি হাতে নিয়েছে। এ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য দলমত নির্বিশেষে সকলকে স্বপরিবারের মান্যবর রাষ্ট্রদূতের পক্ষ থেকে সাদর আমন্ত্রন জানানো হয়েছে।
আয়োজনে থাকছে, আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রীয় নেতৃত্ব কর্তৃক প্রদত্ত বানী পাঠ, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রবাসীদের বক্তব্য, বিশেষ মোনাজাত প্রার্থনা, শিশু-কিশোরদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।