হলি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৯ PM, ২১ ডিসেম্বর ২০২৩
হলি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

সমাজে শিক্ষা বিস্তৃতির লক্ষ্যে  ২০০৬ সালে পর্তুগাল প্রবাসী মো: জহিরুল ইসলামের নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে প্রতিষ্ঠিত হয় হলি মডেল স্কুল। হলি মডেল স্কুলের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর মো: জহিরুল ইসলাম দীর্ঘ ১৮ বছর এই বিদ্যালয়টি সফল ভাবে পরিচালনা করে আসছেন। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে উন্নত মানের শিক্ষা ও দক্ষ শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালনা করছেন।  প্রতিবছরের ন্যায় গত ১৮ ডিসেম্বর সোমবার সকালে হলি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আইয়ুব আলী ব্যাপারীর সভাপতিত্বে ও  ইশরাত জাহান মুক্তা উপস্থাপনায় পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি ছিলেন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান এ, আই, আই ইন্জিনিয়ার শামীম সরকার , ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষক আবুল হাসনাত শাহীন, সোশ্যাল ইসলামি ব্যংক ইলিয়টগঞ্জ শাখার ব্যাব্স্থাপক মোঃ ইকবাল ভূইয়া, বেঙ্গল কমার্শিয়াল ব্যংকের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক আড়ৎদার।

এছাড়াও অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা তিনি সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান তারপর  শিক্ষার্থী, অভিভাবক, এলাকার বিভিন্ন স্তরের অংশীজনের উপস্থিতিতে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :