ক্রিসমাস লাইটে আলোকিত হবে লিসবন
পর্তুগালের লিসবনসহ বিভিন্ন শহরে প্রতি বছর ক্রিসমাস লাইট করে শহরকে আলোক সজ্জা করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও লিসবনকে সাজানো হয়েছে নান্দনিক সাজে। শহরকে সাজানোর কাজ এখনো চলছে কিছু কিছু জায়গার কাজ এখানো বাকী রয়েছে। লিসবন সিটি কাউন্সিল আশা করছেন ২৯শে নভেম্বরের মধ্যে সব কাজ শেষ হবে।
লিসবনের ক্রিসমাস লাইটের স্যুইচ ৩০শে নভেম্বর চালু করা হবে এবং ৬জানুয়ারী পর্যন্ত চালু থাকবে। এই আলোক সজ্জার মাধ্যেমে লিসবনের বিভিন্ন অঞ্চল সমূহ আলোকিত হবে শহরের বিভিন্ন স্কোয়ার, রাস্তা এবং এভিনিউ সমূহ প্রযুক্তির মাধ্যমে বিদ্যুত শ্রাসয়ী বাল্ব ব্যবহার করা হয়েছে।
লিসবন সিটি কাউন্সিল (সিএমএল) তথ্য অনুসারে, ৩০শে নভেম্বর সন্ধ্যা ৭ টায় টেরেরিরো ডো পাকোতে ক্রিসমাস লাইটের উদ্বোধন করা হবে। জমকালো আয়োজনে থাকছে ক্রিসমাস থিম, আতশবাজি ও আনজোসের কনসার্ট।
মিউনিসিপ্যালিটির জানিয়েছেন ক্রিসমাস লাইট একটি নির্দিষ্ট সময় ধরে জ্বালানো হবে। রবিবার, সোম, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার বিকেল ৫:৩০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত। শুক্রবার এবং শনিবার বিকেল ৫:৩০ থেকে মধ্যরাত পর্যন্ত এবং বড়দিন এবং নববর্ষের আগের দিন বিকেল ৫:৩০টা থেকে ১:00টা পর্যন্ত থাকেবে।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। প্রতিটি গীর্জাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বড়দিন উদযাপনে রাজধানীসহ দেশজুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বড়দিন উপলক্ষে প্রতিটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা হোটল, রেস্তোরা ও শপিংমলগুলিকে সাজানো হয়েছে।