লিসবন মেট্রোতে নতুন লাইন সংযোজন
লিসবন শহরের লরেস অঞ্চলের মানুষের জন্য নিশ্চিত খুশির খবর। লিসবনের মেট্রোতে সংযোজন হচ্ছে নতুন বেগুনি রংঙের লাইন। বর্তমানে লিসবেন মেট্রোতে লাল, নীল, সবুজ ও হলুদ রঙের চারটি লাইন আছে। চারটি লাইনের সাথে নতুন বেগুনি রংঙের লাইন সংযোজন হলে মোট ৫টি মেট্রো লাইন হবে।
মন্ত্রিপরিষদ জানান নতুন এই প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২৭.৩০ মিলিয়ন ইউরো। বেগুনি রংঙের এই লাইনটি প্রায় ১৩.০০ কিলোমিটার দীর্ঘ হবে। এই লাইনটির ডিজাইন ইংরেজী “C” অক্ষরের মতন। লিসবনের নতুন বেগুনি রংঙের মেট্রো লাইনে ১৯টি নতুন স্টেশন থাকবে। বেগুনি রঙের লাইনটিতে লরেস ১১টি স্টেশন এবং ৮টি স্টেশন ওডিভেলাস পৌরসভায় থাকবে। এই লাইনটি লরেস থেকে যাত্রা শুরু করে ওডিভেলাস দিয়ে লরেসের অপর প্রান্তে পৌছবে।
দীর্ঘ এই লাইনটি লরেস পৌরসভার (Beatriz Ângelo Hospital) কে লরেসের অপর প্রান্ত (Infantado) সংযুক্ত করবে লাইনটির ঠিক মাঝখানে ওডিভেলাস পৌরসভার অবস্থন হবে। প্রকল্পটি PRR-এ নিবন্ধিত এবং সমাপ্তির তারিখ 2025 এর শেষ।
তথসূত্র: The Protugal News