পর্তুগালের ফ্লিক্সবাস বাসের টিকেটে বিশাল অফার
পর্তুগালে বসবাসরত প্রত্যেক নাগরিকদের জন্য বাস টিকেটে বিশাল অফার নিয়ে এলো ফ্লিক্সবাস। ভ্রমন প্রিয় মানুষের জন্য এটি একটি আনন্দের সংবাদ। ফ্লিক্সবাস কোম্পানির পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবার ১০হাজার টিকেটে বিশাল ছাড়ে বিক্রির ঘোষনা দিয়েছে। দূরত্ব অনুযায়ী এই টিকেটের সর্বনিন্ম মূল্য €0.99 এবং সর্বোচ্চ মূল্য €2.99 ইউরো মূল্য নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল ২৪ নভেম্বর থেকে ৩ডিসেম্বর পর্যন্ত তাদের নির্দিষ্ট সাইট থেকে এই টিকেট সংগ্রহ করা যাবে। অফারের টিকেট কাটার পর ৪ঠা ফ্রেব্রুয়ারি ২০২৪ সাল পর্যন্ত অভ্যন্তরী ভ্রমনের জন্য বৈধ বলে জানানো হয়েছে। পর্তুগালের পুরো নেটওয়ার্কের জন্য উপলব্ধ, কোম্পানির মতে Faro, Portimão, Lagos, Sintra, Cascais, Coimbra, Leiria, Porto, Lisbon বা Viana do Castelo এই শহর গুলোর মধ্যে যাতায়াতের জন্য অফারের টিকেট পাওয়া যাবে।
প্রচারমূলক টিকিটগুলি ৩রা ডিসেম্বর রাত ১২ পর্যন্ত বুকিংয়ের জন্য, অনলাইনে, www.flixbus.pt-এ এবং অ্যাপেও উপলব্ধ৷ প্রতিটি রুটের আসন সংখ্যা সীমিত।