গ্রিনল্যান্ডের বরফ পাঁচ গুণ গতিতে গলছে
গ্রিনল্যান্ড হলো বিশ্বের বৃহত্তম দ্বীপ। এটি আটলান্টিক মহাসাগর এবং ডেনমার্ক রাজ্যের উত্তর আমেরিকার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর রাজধানী নুউক। গ্রিনল্যান্ড বিশাল হিমবাহের জন্য বিখ্যাত।
বিশ্ব বায়ু মন্ডলের প্রবাহের কারণে প্রতিদিন বাড়ছে তাপমাত্রার। যার ফলে বিশ্বে দেখা দিয়েছে প্রচুর উষ্ণতা। যার কারণে কি বিশ্বের বিভিন্ন দেশের বিশাল বরফের পাহাড় গলছে। বরফ গলার দিক থেকে সবচেয়ে ভয়ংকর অবস্থা গ্রিনল্যান্ডের। সেখানে গত ২০ বছরের তুলনায় পাঁচগুণ গতিতে গলছে এ বরফ। এই তথ্য জানিয়েছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ।
সম্প্রতি আন্তর্জাতিক গবেষণাসংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়র্টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানিরা গ্রিনল্যান্ডের হিমবাহ গলে যাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে। তাদের আশঙ্কা, এই হিমবাহ পুরোপুরি গলে গেলে সুমদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২০ ফুট বেড়ে যাবে।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ডারস অ্যাঙ্কার বজর্ক রয়টার্সকে বলেন, গ্রিনল্যান্ডের এক হাজার হিমবাহের সমীক্ষায় দেখা গেছে, গত দুই দশকে বরফ গলনের হার একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। হিমবাহগুলোতে প্রতি বছর গড়ে ২৫ মিটার করে বরফ গলে যাচ্ছে। মাত্র দুই দশক আগেও যা ৫-৬ মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল। বিজ্ঞানীরা ১৩০ বছরেরও বেশি সময় ধরে হিমবাহের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। হিমবাহগুলোর উপগ্রহ চিত্র এবং দুই লাখ পুরোনো ছবি বিশ্লেষণের উপর ভিত্তি করে এই গবেষণা কার্যক্রম চালানো হয়।
চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা সতর্ক করেন, প্রাক-শিল্প যুগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা প্রায় এক দশমিক দুই সেন্টিমিটার বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, গত এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম মাস হতে যাচ্ছে ২০২৩ সাল।