ভৈরবে ভয়াবহ মালবাহী ট্রেন দুর্ঘটনা, ১৭ লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধুকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে যাত্রীবাহী এগারসিন্দুর গোধুলি ট্রেনের পেছনের কয়েকটি বগি ভেঙেচুরে গেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সকলের খবরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন এগারোসিন্ধু এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছে র্যাব।
জানা গেছে, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছেন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্ধুর এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।