পর্তুগাল যুবলীগ আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১১ PM, ১৯ অক্টোবর ২০২৩
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে পর্তুগাল যুবলীগ।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে পর্তুগাল যুবলীগ। গতকাল লিসবনের অভিজাত রেষ্টুরেন্ট লিটন তার্কিশ গ্রীলে স্থানীয় সময় রাত ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিনটি পর্তুগাল যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিটন আহমেদ এর নেতৃত্বে জন্মদিন অনুষ্ঠান পালিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন, উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ,এস এম আশরাফুল আলম, মামুনুর রশীদ, রবিউল ইসলাম, ওয়াহিদুর জামান, দোলন মাতবর, যুবলীগ নেতা সোহানু রহমান, সাজ্জাদ হোসাইন, রইসুদ্দিন রাসেল, শফিকুল ইসলাম,সোহেল রানা, বাপ্পি, খালিদ হাসান প্রমুখ। পর্তুগাল ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল সরকার, শাহীন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক রাফি আদনান আকাশ সহ সাহাদাত হোসেন, মুকুল আহম্মেদ, প্রদিপ কুমির, রাজীব, পায়েল, আবিদ, ধ্রুব, নাহিদুর রহমান, আসাদুরজ্জামান আসাদ সহ অনেকে।

আপনার মতামত লিখুন :