ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে পর্তুগালের জয়

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৪ PM, ১৫ অক্টোবর ২০২৩
পর্তুগালকে জেতালেন রোনালদো

ক্লাব ফুটবলের পারফরম্যান্স জাতীয় দলেও টেনে এনেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরো বাছাইয়ে তাঁর জোড়া গোলে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ‘জে’ গ্রুপে সাত ম্যাচের সবক’টি জিতে ২১ পয়েন্ট নিয়ে ২০২৪ ইউরোর চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।

ঘরের মাঠে স্লোভাকিয়ার সঙ্গে ভালোই লড়াই হয়েছে রবার্তো মার্তিনেসের দলের। ১৮ মিনিটে গনসালো রামোসের দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। ৬৯ মিনিটে ডেভিড হ্যাঙ্কোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় স্লোভাকিয়া। তবে তিন মিনিট পরেই রোনালদো আবার গোল করলে জয়ের পথে এগোয় পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ তারকার এটি ১২৫তম গোল। যদিও ৮০ মিনিটে স্লোভাকিয়ার ব্যবধান কমিয়েছেন স্টানিসলাভ লাবোতকা। তৃতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম। ‘এফ’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

জোড়া গোল করেছেন ডোডি লুকেবাকিয়ো এবং অন্য গোলটি রোমেলু লুকাকুর। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট বেলজিয়ামের। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রিয়া। এএফপি

আপনার মতামত লিখুন :