কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে এবি পার্টির শোক
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করা কবি কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক যৌথ বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, আসাদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ও বাংলার সাহিত্য অঙ্গনে শুন্যতার সৃষ্টি হলো; তিনি ছিলেন একাধারে কবি ও সাহিত্যিক। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন; কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হয়। প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’–এ পরিচিতি পান কবি আসাদ চৌধুরী।
কবি আসাদ চৌধুরী ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। পাশাপাশি, আবুল হাসান স্মৃতি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, বঙ্গবন্ধু সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।
অনুবাদগ্রন্থ ‘বাড়ির কাছে ‘আরশিনগর, ‘বাংলাদেশের উর্দু কবিতা’ এবং ‘প্যালেস্টাইন’ ও প্রতিবেশী দেশের প্রতিবাদী কবিতা’ অন্যতম। লেখালেখি ছড়াও আবৃত্তি এবং উপস্থাপনার জন্য অনেক জনপ্রিয় ছিলেন প্রিয় এই কবি। তার মৃত্যুতে বাংলা ভাষার সাহিত্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন