ইতালীর ভেনিসে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়েছে
ইতালি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইতালী আওয়ামীলীগ ভেনিস শাখা আয়োজনে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শীর্ষক সেমিনার ও জন্মদিনের কেক কেটে আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে। ভেনিস আওয়ামীলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালীর সভাপতিত্বে সদস্য সচিব মোস্তাক আহমেদ। এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় অংশ নেন ইতালী আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেহান উদ্দিন দুলাল, ভেনিস আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসাইন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ডালিম মাহমুদ, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব মুন্সী প্রমুখ।
এছাড়াও সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সরকার গঠনে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান। সবশেষে বিশাল আকারের দুটি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় এবং সাথে সাথে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ শতাধিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা উপস্থিত ছিলেন।