পর্তুগালে ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২১ PM, ২৩ মে ২০২৩
পর্তুগালে ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন

পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন ইন পর্তুগালের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহসান উল্লাহ সরকারকে সভাপতি, কাজী মাইনুর ইসলামকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসাইন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। শুক্রবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে পর্তুগালে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী ও সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি নির্ধারকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এ কমিটি করা হয়।

পর্তুগালের প্রবীন ব্যক্তি কাজী এমদাদ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ৬৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে রয়েছেন উপদেষ্টা সাহিদুল ইসলাম, মো: আকিব রহমান, মো: জহিরুল হক, মো: মামুন চৌদুরি, মো: মেহেদী হাসান, এস এম জাবেদ, মো আকরাম,  মো: আশফাকুর রহমান, জাহিরুল ঝলক,   মো: আবু তৈয়ব‌, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাকিব খান,  মো: ফয়েজ মাহমুদ, আরিফ হোসেন আলী আফজাল খান। সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন কাজী নজরুল ইসলাম মো মুজাম্মেল হক মো খোকন মিয়া মো মজিবুর রহমান সহ সভাপতি, মো রফিকুল ইসলাম।

যুগ্ন সাধারণ সম্পাদক মো স্বপন সামি ইকরাম রাজা প্রচার সম্পাদক তামিম আহমেদ রাফি ভুইয়া :দপ্তর সম্পাদক আহমেদ যোবায়েল ক্রিয়া সম্পাদক আনোয়ার হোসেন সজীব সহ ক্রিয়া সম্পাদক সাব্বির রহমান ফজলে রাব্বি সুহানুর রহমান সহ ক্রিয়া সম্পাদক সাইদুর রহমান সোহাগ  সুহান কাজীম ইসহাক মো নুরুল্লাহ খন্দকার শ্রম বিষয়ক সম্পাদক মুসলেউদ্দিন সংস্কৃতিক সম্পাদক তৈয়বুর রহমান উজ্জ্বল ত্রাণ ও দুর্যোগ মো জালাল উদ্দিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এফ এইচ শুভ পরিবেশ বিষয়ক সম্পাদক মো নজরুল ইসলাম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো মশিউর রহমান রাঙা থত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো রাকিবুল হাসান সহ তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম ইবনে নূর শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী রুবেল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন কার্যকরী সদস্য মো রাজা মিয়া মো ইকবাল খান নুরুল ইসলাম সুমন ভুইয়া মো ওবাইদুল চৌদুরি মো আরিফুল ইসলাম মো আলমগীর হোসেন আজাদ মিয়া মো সালাউদ্দিন মো জাকারিয়া মো জাবেদ চৌদুরি সজীব আহমেদ লিটন মিয়া মো লোকমান হোসেন বাদল মো আলাউদ্দিন আল হাদিস গোলাম সাঈদী জিয়াউল হক তোফাজ্জাল হোসেন আশরাফুল আলম ইকবাল খান জুবায়ের হাসান সাকিব সদস্য সাহিদুল ইসলাম সদস্য মো আলমগীর হোসেন হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক হৃদয় কান্তি দাস রিধয় সাহা শুবু সাহা

আপনার মতামত লিখুন :