হামবুর্গের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

সকলের খবরসকলের খবর
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৬ PM, ২২ এপ্রিল ২০২৩
হামবুর্গের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

হামবুর্গ  থেকে শ্রাবণ রহমান : দীর্ঘ এক মাসের সিয়াম-সাধনার পর ইউরোপের অন্য দেশগুলোর মতো জার্মানির পোর্ট সিটি খ্যাত হামবুর্গে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপিত হয়েছে। বসন্তের রোদ্রউজ্জল সকালে হামবুর্গের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। হামবুর্গে বসবাসরত বাঙালিরা অন্যান্য দেশের মুসলিম ধর্মালম্বীদের সাথে ঈদের জামাতে সরিক হয়েছিলেন। ঈদের জামাত ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে ঈদ উৎসবের আয়োজন করেছেন। এই ঈদের জামাতে বিভিন্ন দেশের হাজারখানেক মানুষ একত্রে নামাজ পড়েছেন।

উক্ত জামাতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ঈদের জামাতে শরিক হয়েছিলেন । সেখানে নামাজ শেষে মিষ্টান্ন ও খেজুর বিতরণ করা হয়। পরিবার পরিজন থেকে হাজার মাইল দূরে থেকেও হামবুর্গ শহরের বাঙালির প্রতিটি ঘরে চলছে পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসবের আমেজ।

আপনার মতামত লিখুন :