বেলজিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ফারুক আহম্মেদ মোল্লা বেলজিয়াম প্রতিনিধি :বেলজিয়াম শাখা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৭ই নভেম্বর) রাজধানী ব্রাসেলসের একটি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বেলজিয়াম শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রসিদ হারুন। প্রধান অতিথি ছিলেন, বেলজিয়াম শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ছানোয়ার আলী ছিদ্দীক। বক্তব্য রাখেন, বেলজিয়াম শাখা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর, টি আর এস ওয়ারেস বাচ্চু, নার্গিস সিদ্দিক, যুবদলের আহবায়ক কাজী বাবু, সিনিয়র সহ-সভাপতি মাসুম পারভেস, সিনিয়র নেতা স্বপন মিয়া, সামসু জোহা খোকন,কাজী টিপু সুলতান ও সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম রিপন।
বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু তার বক্তব্যে বলেন, আমাদের অবস্থান খুবই পরিষ্কার, শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না।
এছাড়া অন্যান্য বক্তারা বলেন,
সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হওয়ার পাশাপাশি বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে।
যতশীঘ্রই সম্ভব খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জোর দাবী জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ণ ডাঃ জুবাইদা রহমানের ফরমাইসি মামলার নিন্দা এবং তা প্রত্যাহারের জোর দাবী জানান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও করোনা কালীনসময় এবং তার পরর্বতী সময়ে বেলজিয়াম শাখা বিএনপির সভাপতি মরহুম আহামেদ সাজাসহ অন্যান্য নেতৃবৃন্দের মৃত্যু এবং দেশে আন্দোলনকালীন সময়ে বিএনপির ছয় নেতাসহ সকলের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সভাপতি, সামসু মিয়া, সহ-সভাপতি, সৈয়দ মোঃ আক্কাস, সহ সভাপতি, সহিদুল হক সহিদ, সহ-সভাপতি, হেলাল আহম্মেদ, সহ-সভাপতি, লুৎফর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জসিম উদ্দীন(লিয়াজ),সিনিয়র নেতা ইউসুফ, সিনিয়র নেতা, কামাল, নূর নবী, মুফতী চৌধুরী, যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা বাবু, মীর জসিম,পারভেস ইসলাম, মহিলা সম্পাদিকা লিমা আক্তার, সিনিয়র নেত্রী মাহমুদা খানমসহ বেলজিয়াম শাখা বিএনপির অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীরা।