পর্তুগালে মসজিদ মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল। পর্তুগালের বানিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুর অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থের আয়োজনে অনুষ্ঠিত হলো আনন্দ ভ্রমণ। রবিবার পর্তু থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা স্পেনের পনথেভেদরা নামক স্থানে ভ্রমনের আয়োজন করা হয়। এসময় সংগঠন সাধারণ সম্পাদক কাজল আহমেদ পর্তু শহরে মসজিদ মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পর্তুর বাতালিহা থেকে তিনশোর বেশি বাংলাদেশী প্রবাসী নিয়ে ছুটে চলেন পনথেভেদরার উদ্দেশ্য। যাত্রা পথে চারদিকের প্রকৃতির অপরুপ সৌন্দর্য সবাইকে আকর্ষন করে। চারপাশে সবুজের সমারোহ, দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও সারি সারি উঁচু নীচ পাহাড় দেখে সকালে আনন্দিত ও বিমোহিত হয়। সকলের অংশ গ্রহণে মধ্যাহ্ন ভোজ ও জোহরের নামাজ শেষে শুরু হয় রিভার ক্রুজ ভ্রমন। আটলান্টিককের মাঝে ক্রুজ ভ্রমন সবাইকে মুগ্ধ করেছে।
কর্ম ব্যবস্থার মাঝে এমন আনন্দময় একটি দিন কাটাতে পেরে অংশগ্রহণকারীন সকলে খুশি। বনভোজনকে ঘিরে ছিল কৌতুক, মহিলাদের বালিশ খেলা, ছোট শিশুদের দৌর প্রতিযোগিতা ও বড় ছেলেদের ক্রিকেট খেলাসহ নানা আয়োজন। এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বনভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থের সভাপতি শরীফুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক কাজল আহমেদ, নজরুল ইসলাম শরীফ সভাপতি এস্যামবলী কমিটি, মনিরুল ইসলাম মনির, আবদুর রাজ্জাকসহ আরোও অনেকে। অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক কাজল আহমেদ আগত সকল মেহমানদের ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন এই আনন্দ ভ্রমণ আমরা প্রতি বছর করে থাকি কিন্তু দীর্ঘদিন করোনা মহামারির কারনে আমাদের ভ্রমণ ও শিক্ষা সফর বিগত দুবছর যাবত বন্ধ ছিলো। আশাকরি সমনের দিনগুলিতে সকলকে নিয়ে আরও বড় পরিসরে আমাদের শিক্ষা সফর অনুষ্ঠিত হবে।
এছাড়াও বর্ণাঢ্য এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিবর্গ ।