জার্মান যুবদলের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জার্মানিতে যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, নুরুল ইসলাম পুণ্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা মোমিন উদ্দিন, মাহমুদুল হাসান জিয়া, জাহিদ দেওয়ান, নাজরে রুবেল, সাদাত মাহমুদ, এমরান হোসেন, এস.এম. বুরহান উদ্দিন, মনির হোসেন জুয়েল, সাইদুজ্জামান সানি, শওকত সজীব সহ আরো অনেকে।
বক্তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, সুচিকিৎসা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষদের একসাথে কাজ করার আহব্বান জানান।
এছাড়াও সভায় জার্মানি কেন্দ্রীয় যুবদলের ৪১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়। সকল নেতা কর্মীদের সর্ব সম্মতি-ক্রমে প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরীকে আহব্বায়ক এবং নুরুল ইসলাম পূন্য কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
নববিনর্বাচিত নেতৃবৃন্দরা যুবদলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আশাবাদ ব্যক্ত করেন। এসময় তারা উল্লেখ করেন, বর্তমান দেশে একদলীয় আইন কায়েম করে গণতন্ত্র ক্ষুন্ন করেছেন ক্ষমতাসীনরা। দেশের মানুষের গণতন্ত্র, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জার্মান যুবদল দৃঢ় প্রতিজ্ঞ।