অভিনেতা মিলনের স্ত্রী পলি আহামেদ  মারা গেছেন

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৫ PM, ০৫ সেপ্টেম্বর ২০২২
অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহামেদ

বিনোদন ডেস্ক: মঞ্চ ও টিভি অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহামেদ ইন্তেকাল করেছেন।  তিনি দীর্ঘদিন ধ‌রে ক্যানসা‌রের স‌ঙ্গে লড়াই ক‌রে গত রোববার ৪ সেপ্টেম্বর  যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭ মিনেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেকার্সফিল্ড কার্ন মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন আনিসুর রহমান মিলন। অভিনেতা আনিসুর রহমান মিলন তার ফেসবু‌কে এক স্ট্যাটাসে বলেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মারা গে‌ছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পলি আহামেদের মৃতুর খবর প্রকাশের পর শো‌বিজ অঙ্গ‌নের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। বিশেষ করে ইপ‌শিতা শবনম শ্রাবন্তী, রওনক হাসান, পূ‌র্ণিমা, না‌জিয়া হক অর্ষা, হৃ‌দি হকসহ অ‌নে‌কে প‌লি আহ‌মে‌দের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ক‌রে‌ছেন।

জানা যায় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধী ক্যানসারে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে দীর্ঘদিন তার চিকিৎসা চলছিল। এই কারণে গত কয়েকবছর  মিলনের কেটেছে বাংলাদেশ টু আমেরিকা সফরে। শুটিংয়ে কয়েকদিনের বিরতি পেলেই লস অ্যাঞ্জেলেসে দৌড়েছেন মিলন। সময় দিয়েছেন স্ত্রীকে। এজন্য মিলনকে অভিনয়ে নিয়মিত পাওয়া যায় নি।

 

আপনার মতামত লিখুন :