গাছে পানি দিতে নেদারল্যান্ডসে সরকারি কর্মকর্তার
গাছে পানি দিতে আমাদের সরকারি কর্মকর্তার বিদেশ সফরে যেতে হয় সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ।
সম্প্রতি সরকারের আদেশ অমান্য করে, অপ্রয়োজনে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গত রোববার (৩১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি করেন ব্যারিস্টার সুমন।
তিনি বলেন, আপনারা জানেন গত ১১ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে সরকার। কিন্তু এরপরেও বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তারা বিদেশ যাচ্ছেন। এটি থামানোর জন্যেই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।
ব্যারিস্টার সুমন বলেন, কিছুদিন আগে মাননীয় কৃষি মন্ত্রীর যে পার্সোনাল সেক্রেটারি আছেন তিনি জিও করেছেন, তবে মন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি হিসেবে না তিনি যাচ্ছেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে। এটা পুরো জালিয়াতি।
তিনি আরও বলেন, বিদেশ সফর বন্ধে যে প্রজ্ঞাপন হয়েছে তারপরেও ৩০টি জিও হয়েছে যার মধ্যে ১১৪জন কর্মকর্তা যাচ্ছেন বিদেশে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, নেদারল্যান্ডসের এক মেলায় যাবেন কৃষি মন্ত্রণালয় থেকে, এরমধ্যে আবার কিছু লোক নেয়া হচ্ছে মেলার গাছে পানি দেয়ার জন্যে।
ব্যারিস্টার সুমন বলেন, পৃথিবী সুস্থ থাকলেও এগুলো মেনে নেওয়া যেত। কিন্তু এখন যেখানে আমরা এমন একটি ক্রাইসিসে দিন পার করছি সেখানে এসব আনন্দ ভ্রমণের মানে হয় না।