কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাঙ্গলেতে গোলাগুলি

সকলের খবরসকলের খবর
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৬ PM, ২৫ জুলাই ২০২২
Police officers work at the scene where police shot and injured a suspect who was walking down a city street carrying a gun, as four nearby schools were placed on lockdown, in Toronto, Ontario, Canada, May 26, 2022. REUTERS/Chris Helgren

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাঙ্গলেতে সোমবার স্থানীয় সময় সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক মানুষ হতাহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গোলাগুলির সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে। বিবৃতিতে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। কতজন মানুষ নিহত হয়েছে বা কতজন আহত হয়েছেন এ ব্যাপারে প্রশ্ন করা হলে পুলিশের মুখপাত্র জানান, আপাতত এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

পুলিশ জানিয়েছে, ভ্যানকুভারের উপশহর ল্যাঙ্গলেতে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে সাধারণ মানুষ তাদের কাছে খবর দেন। শহরটির একাধিক স্থান থেকে তাদের খবর দিয়ে জানানো হয়, একাধিক মানুষ হতাহত হয়েছেন। এর আগে ল্যাঙ্গলেতে একাধিক গোলাগুলির ঘটনার ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। উক্ত স্থান থেকে দূরে থাকা ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পুলিশ আরও জানিয়েছে, গুলিবর্ষণকারী ব্যক্তি একজন সাদা চামড়ার মানুষ এবং সে সেনাবাহিনীর সদৃশ্য পোশাক পরে ছিল।

সূত্র: রয়টার্স

 

আপনার মতামত লিখুন :