দুই সন্তান বিক্রি করে বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ
গত বুধবার (২০ জুলাই) দুপুরে বিক্রি হওয়া শিশু রিয়া ও ইভাকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ওসি। দের বছর আগের বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করতে ৮০ হাজার টাকায় ২ সন্তানকে বিক্রি করে দেন বাবা, মা।
পুলিশ জানায়, গত দেড় বছর আগে শিশুদের মা জান্নাত বেগমকে না জানিয়ে বিদ্যুৎ বিলের বকেয়া ৪০ হাজার টাকা ও ঋণ পরিশোধে দুই শিশু কন্যাকে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন বাবা এমরান হোসেন। এরমধ্যে বিদ্যুৎ বিল পরিশোধে ছোট মেয়ে দেড় বছরের শিশু রিয়াকে ৪০ হাজার টাকা ও ঋণ পরিশোধে বড় মেয়ে তিন বছরের শিশু ইভাকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। বাবা এমরান হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন বেকারি (বিস্কুট উৎপাদনকারী) ব্যবসায়ী।
স্থানীয় চেয়ারম্যঅন বলেন উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মিজি বাড়ির বেকারি ব্যবসায়ী ইমরান হোসেন মিজির দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দুই সন্তান আড়াই বছর বয়সী ইভা মনিকে চাঁদপুর সদর উপজেলার আলগী গ্রামের নিঃসন্তান দম্পতি মোতালেব বরকান্দজ এবং দেড় বছর বয়সী রিয়া মনিকে ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামের বাবুল ভূইয়া ও জান্নাত বেগমের কাছে বিক্রি করেন।
এ বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে হাজীগঞ্জ থানার ওসির দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিক দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এদিকে দেড় বছর পর সন্তান কোলে পেয়ে আবেগাপ্লুত জান্নাতুল ফেরদৌস বলেন, আমি আমার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করব। আমি ভুল করেছি। আর কেউ যেন এ কাজ না করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ সাংবাদিকদের জানান, যদি কেউ কাউকে দত্তক নেন, তাহলে আদালতের মাধ্যমে নিয়ম অনুযায়ী নিতে হয়। এ ছাড়া দত্তক নেওয়ার আর কোনো সুযোগ নেই।