পূর্ণিমার বিয়ে নিয়ে কি বললেন সাবেক স্বামী ফাহাদ?

শাহরিয়ার হোসাইনশাহরিয়ার হোসাইন
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৮ PM, ২৩ জুলাই ২০২২
নতুন ও সাবেক স্বামীর সাথে নায়িকা পূর্ণিমা ও

আবারও বিয়ে করেছেন এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিগত বছর তিনেক ধরে আলাদা থাকছেন তিনি। তবে কবে এই জনপ্রিয় নায়িকার ডিভোর্স হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি কোন সংবাদ মাধ্যম। বিয়ের খবরে চারদিক যখন আলোচনা সেই সময় পূর্ণিমাকে শুভকামনা জানিয়েছেন সাবেক স্বামী ফাহাদ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশের পরই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘শুভকামনা’ জানান।

ফেসবুকে আহমেদ ফাহাদ জামাল জানান, দিলারা হানিফ পূর্ণিমা বিয়ের খবরটি আমিও শুনেছি। দয়া করে আমাকে এসএমএস ও কল করা বন্ধ করুন। মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। তার (পূর্ণিমা) জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য দোয়া করবেন।

পূর্ণিমার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ- সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। রবিন দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। ফাহাদও পেশায় ব্যবসায়ী। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যাসন্তান জন্ম দেন পূর্ণিমা। মেয়ের নাম আরশিয়া উমাইজা।

আপনার মতামত লিখুন :