বেলজিয়াম শাখা আওয়ামী লীগের সভাপতিকে সংবর্ধনা

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৮ AM, ০৫ জুলাই ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগ বেলজিয়াম শাখার সভাপতি বজলুর রশীদ বুলুকে সংবর্ধনা

ফারুক আহাম্মেদ মোল্লা বেলজিয়াম থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফিরে আসায় বাংলাদেশ আওয়ামী লীগ বেলজিয়াম শাখার সভাপতি বজলুর রশীদ বুলুকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার রাজধানী ব্রাসেলসের শাফলা মসলা রেস্টুরেন্টে বেলজিয়াম শাখা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেরত আসায় বেলজিয়াম শাখা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন।

বক্তব্য রাখেন, বেলজিয়ামে আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল্লাহ ভুইয়া শফি, আনোয়ার হোসেন, রিয়াজুল ইসলাম খান সাজু, রানা মোহাম্মাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, রাসেল মোল্লা, মাহফুজর রাহমান, দপ্তর সম্পাদক, আরিফুল ইসলাম আরিফ, বশিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, জামান কবির। বক্তারা বলেন, বেলজিয়াম আওয়ামী লীগ সর্বদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ করে যার প্রমান আজকের এই অনুমোদিত কমিটি। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বিবেধ ও হিংসা ভুলে একতাবদ্ধভাবে কাজ করে বেলজিয়াম আওয়ামী লীগকে সামনে এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানভীর মাহমুদ রুবেল, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক, আবু আল হাসান সোহাগ এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক, চৌধুরী সুদীপ কুমারসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :