তীরচর আলিম মাদ্রাসার উদ্যোগে মতিন সৈকত কে সংবর্ধনা

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫০ AM, ০৫ জুলাই ২০২২
জাতীয় পরিবেশ পদক অর্জন করায় মতিন সৈকত-কে সংবর্ধনা

জাতীয় পরিবেশ পদক অর্জন করায় মতিন সৈকত-কে সংবর্ধনা কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর আতিকিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে রবিবার মাদ্রাসা মিলনায়তনে মতিন সৈকতকে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ত করেন গভর্নিং বডির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ হাফিজ উল্লাহ, গভর্নিং বডি সদস্য মোঃ রুহুল আমিন, মাইনুদ্দিন মাজেদ, তীরচর মাদ্রাসার সাবেক ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জহিরুল হক, সদস্য মোঃ আবু হানিফ, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

মতিন সৈকত ২০২১ সালে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন। এছাড়াও তিনি ২০১০ এবং ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক অর্জন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রকাশিত জাতীয় পরিবেশ পদক ২০২১ স্মারক গ্রন্থে উল্লেখ করা হয়। ‘জনাব এম, এ মতিন (মতিন সৈকত) ১৯৮৭ সন থেকে পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। মাছের অভয়াশ্রম সৃষ্টি, বোরোধান উৎপাদনের জন্য তিনি টামটা-বিটমান খাল, সুন্দলপুর খালসহ কুমিল্লা জেলার কালাডুমুর নদীর ১১ কিলোমিটার খননের আন্দোলনকারী। নির্মল পরিবেশ, বিষমুক্ত ফসল, নিরাপদ খাদ্য, খাল পূনঃখনন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষ রোপণ কর্মসূচি, জীববৈচিত্র্য সংরক্ষণ, কীটনাশক বর্জন, ফসলি জমিতে পার্চিং, সেক্স ফেরোমন ট্যাপ স্হাপন, জৈব পদ্ধতিতে ক্ষতিকারক কীটপতঙ্গ দমন, রাসায়নিক সার নিরুৎসাহিতকরণ, জৈবসার, খামারজাত সার, কম্পোস্ট সার, সবুজসার ব্যাবহারে উদ্বুদ্ধকরণ এবং সমন্বিত বালাই ব্যাবস্থাপনা বা আইপিএম পদ্ধতির অনুসরণে ব্যাপক ভূমিকা রাখছেন। জনাব মতিন সৈকত বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণে তিনি ১০০০টি আহত ও ধৃত পাখি, ০৪টি বিরল প্রজাতির বন বিড়ালের ছানা, ০২ টি বেজি, ১০ টি গুইসাপ ও ৬টি শিয়াল উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করে পরিবেশে অবমুক্ত করেছেন।

দাউদকান্দি উপজেলার ১৫৪টি আই,পি,এম-আই,সি,এম ক্লাবকে সংগঠিত করে দাউদকান্দি উপজেলাকে দেশের বৃহত্তম আইপিএম উপজেলায় পরিণত করেছেন। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতার জন্য স্কুলের আঙ্গিনাসহ আশপাশ পরিস্কার করা, গাছের চারা রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করে চলছেন। তিনি বিনামূল্যে গাছের চারা বিতরণের জন্য নার্সারি স্হাপন করেছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অসাধারণ অবদানের জন্য ৪ বার চট্টগ্রাম বিভাগে কৃতিত্ব অর্জন করেন। সৃজনশীল কাজের জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতির অভিনন্দন পত্র পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যাবহার ও সম্প্রসারণের জন্য তাকে ২০১০ ও ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়।

আপনার মতামত লিখুন :