স্বপ্নের পদ্মা সেতুতে সাধারণ মানুষের ঢল

মো: এনামুল হকমো: এনামুল হক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৭ PM, ২৫ জুন ২০২২
স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়েছে। এরপর সেতুতে সাধারণ মানুষের ঢল নেমেছে। আজ দুপুরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তখন স্রোতের মতো মানুষ হেঁটে পদ্মা সেতুতে উঠে পড়েন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ লঞ্চে আসতে শুরু করেছেন। শনিবার ভোর থেকে বরিশালের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাংলাবাজার ঘাটে একে একে ভিড়ছে লঞ্চ। স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়েছে। এরপর সেতুতে সাধারণ মানুষের ঢল নেমেছে। আজ দুপুরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তখন স্রোতের মতো মানুষ হেঁটে পদ্মা সেতুতে উঠে পড়েন। অনেকে  নিজের মুঠোফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। দুপুরে মাওয়া ও জাজিরা প্রান্তে এ দৃশ্য চোখে পড়ে।

এর আগে বেলা ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ০৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওনা হয়। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে নিজ হাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামীকাল  ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে যানচলাচল শুরু হবে।

আপনার মতামত লিখুন :